বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Smriti Mandhana and Pratika Rawal's century powers India to record win

খেলা | আইরিশদের বিরুদ্ধে ব্যাটে-বলে মান্ধানাদের নজির, সবচেয়ে বড় ব্যবধানে জিতে সিরিজে 'দিদিগিরি'ভারতের

KM | ১৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪০Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারতের মহিলা দল। সেই সঙ্গে সব থেকে বড় ব্যবধানে জয় হাসিল করলেন স্মৃতি মান্ধানারা। রাজকোটে ৩০৪ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে ভারত। 

প্রথমে ব্যাট করে ভারত পাহাড়প্রমাণ ৪৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৩১ রানে শেষ হয়ে যায়। মাত্র ৩১.৪ ওভার পর্যন্ত ব্যাট করে আইরিশরা। 

দিনকয়েক আগে এই আয়ারল্যান্ডের বিরু্দ্ধে ওয়ানডে-তে নিজেদের সর্বোচ্চ রান করেছিল ভারতের মহিলা দল। 

বুধবার আগের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানারা। প্রতিপক্ষ সেই আয়ারল্য়ান্ড। 

আগে ভারতের মহিলা দলের সর্বোচ্চ রান ছিল ৩৭০। এদিন ৪৩৫ রান করে স্মৃতি মান্ধানারা বিশাল রানের টার্গেট দিলেন আয়ারল্যান্ডকে। 

স্মৃতি ও তাঁর ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল সেঞ্চুরি হাঁকান। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতের ৪৩৫ রান চতুর্থ সর্বোচ্চ। মহিলাদের ওয়ানডে ফরম্যাটে নিউ জিল্যান্ড ৪ উইকেটে ৪৯১ রান করে সবার থেকে উপরে। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়িরা এই রান করেছিল। 

ভারতের মেয়েরা এদিন পুরুষদের রেকর্ডও ভেঙে দিল। ২০১১ সালে ভারতের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৮ রান করেছিল। সেই ম্যাচে বীরেন্দ্র শেহবাগ ২১৯ রান করেছিলেন। তিনি ছিলেন অধিনায়ক। বর্তমান ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ৬৭ রানের ইনিংস খেলেছিলেন।   এদিন সেই রানও টপকে গেল মহিলা দল। 

প্রতীকা রাওয়াল দেশের হয়ে দ্বিতীয় সিরিজ খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পেলেন। ১২৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন প্রতীকা। ২০টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। 

হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ৭০ বলে ১০০ করেন স্মৃতি। ভারতীয় মহিলাদের মধ্যে স্মৃতি দ্রুততম সেঞ্চুরি হাঁকান এদিন। ৮০ বলে স্মৃতি করেন ১৩৫ রান। ১২টি চার ও সাতটি ছক্কায় সাজানো ছিল স্মৃতির ইনিংস। 

তিন নম্বরে ব্যাট করতে নেমে রিচা ঘোষ ৪২ বলে ৫৯ রান করেন। একটি ছক্কা ও ১০টি বাউন্ডারি মারেন তিনি। পরের দিকে তেজাল হাসাবনিশ (২৮) ও হরলীন দেওল (১৫) তুলিতে শেষ টান দেওয়ায় ভারতের মহিলা দল ৫০ ওভারে করে ৫ উইকেটে ৪৩৫ রান। 

তবে ভারতের এই বড় রানের ভিত গড়ে দেয় স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের পার্টনারশিপ। ভারতীয় ওপেনাররা জুটিতে ২৩৩ রান করেন।  এটাই মহিলাদের ওয়ানডে-তে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান। 

আর ম্যাচের শেষে ভারত সবথেকে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল। 


#IndiaWomenTeam#IrelandWomenTeam#ODISeries



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...

তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...

পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...

ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...

গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...

রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...

সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...

ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...

গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল...

ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...

বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...

বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...



সোশ্যাল মিডিয়া



01 25